Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


গণস্বাস্থ্য হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

Main Image

গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত


গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (রোববার) সকাল ৯টায় ধানমন্ডি ৬ নম্বর সড়কে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে প্রতীকী র‌্যালি অনুষ্ঠিত হয়।  

সেখানে সংক্ষিপ্ত আলোচনায় প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ক্যান্সার চিকিৎসার পাশাপাশি ক্যান্সার নিবন্ধন, স্ক্রিনিং ও জনসচেতনতার উপর জোর দেন। দরিদ্র রোগীদের কথা বিবেচনা করে অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যান্সার বিভাগের অধ্যাপক ডা. মো. খোরশেদ আলম, নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাউসার ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. বোরহান উদ্দিন। আলোচনা শেষে আশেপাশের রাস্তা প্রদক্ষিণ ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

এছাড়াও আগামিকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় একই হাসপাতালের ৬ তলায় দেশের প্রথম ক্যান্সার প্রতিরোধ (প্রিভেন্টিভ অনকোলজি) বিভাগের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন