Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


গোপালগঞ্জের একটি হাসপাতাল সিলগালা, আরেকটির প্যাথলজিতে নিষেধাজ্ঞা

Main Image

মুকসুদপুরের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিকে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত


নানা অনিয়মের দায়ে গোপালগঞ্জের একটি হাসপাতাল সিলগালা এবং অপর একটির প্যাথলজি বিভাগ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (৪ ফেব্রুয়ারি) জেলার মুকসুদপুরের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন ও উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট অমিত সাহা। 

অভিযানকালে তারা ভুয়া ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন তৈরি, ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচার ও আল্ট্রাসনোগ্রাম এবং লাইসেন্স হালনাগাদ না থাকায় মুকসুদপুরের হেলথ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করে দেন। 

এছাড়া সেখানকার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ না থাকায়, মেয়াদোত্তীর্ন রিএজেন্ট, প্যাথলজির পরিবেশ নোংরাএসকল অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা ও প্যাথলজি বিভাগ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। 

আরও পড়ুন