Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


স্বাস্থ্যখাতে বিশ্বব্যাংকের সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী

Main Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন


বাংলাদেশের স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ বৃদ্ধিসহ অন্যান্য স্বাস্থ্যসেবার খাতগুলোকে অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা বাড়াতে বিশ্বব্যাংককে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক প্রাক্টিস ম্যানেজার ডা. ফেং জাও এর সঙ্গে মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় তিনি এ অনুরোধ জানান।

সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়াসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন