Advertisement
Doctor TV

সোমবার, ৫ মে, ২০২৫


নর্থ ইষ্ট মেডিকেল কলেজ পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত

Main Image

সিলেটে অবস্থিত নর্থ ইষ্ট মেডিকেল কলেজ পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি


সিলেটে অবস্থিত নর্থ ইষ্ট মেডিকেল কলেজ পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি। রোববার (৪ ফেব্রুয়ারি) পরিদর্শনকালে তিনি মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও নেপালী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। নেপালের রাষ্ট্রদূতের সাথে তাঁর সেকেন্ড সেক্রেটারি ইয়াজনা বাঞ্জান উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত নর্থ ইষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আন্তরিকতা ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

৫ম বর্ষের নেপালী ছাত্রী আসমা কারকির উপস্থাপনায় মতবিনিময় সভায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অর্থোপেডিকস্ সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানী, বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দা উম্মে ফাহমিদা মালিক।

এ সময় মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহমি ইকবাল রাব্বি, ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহমিদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন