Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


আগামীকাল স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা দেবে স্বাচিপ

Main Image

আগামীকাল স্বাস্থ্যমন্ত্রীকে সংবর্ধনা দেবে স্বাচিপ


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে সম্বর্ধনা জানাবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিসিআইসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী। সভায় তিনি ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে করণীয়’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, বিএমআরসির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন স্বাচিপের সহ-সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।  

অনুষ্ঠান সঞ্চালনা করবেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান

সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য স্বাচিপ কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগরসহ সকল জেলা সাংগঠনিক ইউনিটের স্বাচিপ সদস্যদের সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন