Ad
Advertisement
Doctor TV

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পদোন্নতি হবে স্বয়ংক্রিয়ভাবে

Main Image

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পদোন্নতি হবে স্বয়ংক্রিয়ভাবে


এখন থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি পাবেন এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে। এ জন্য  কোন ধরনের আবেদনের প্রয়োজন নেই। বুধবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাগণের নিকট থেকে আবেদন গ্রহণ না করে Human Resource Information System (HRIS) হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা মোতাবেক পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।’

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাগণের পদোন্নতির লক্ষ্যে Human Resource Information System (HRIS) হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন