Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিধ্বস্ত গাজার কথা বলতে গিয়ে কাঁদলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

Main Image

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস


ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় গাজার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি বৈঠকে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। 
 
বৈঠকে ডব্লিউএইচও প্রধান জানান, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত চলা যুদ্ধের সময় বাঙ্কারে সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছিলেন। নিজের অভিজ্ঞতার কারণে বিশ্বাস করি, যুদ্ধ কোনো সমাধান আনে না। যুদ্ধ আরও, আরও ঘৃণা, আরও যন্ত্রণা, আরও ধ্বংস ডেকে আনে। তাই শান্তিপূর্ণ উপায়ে বিদ্যমান সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানান তিনি। 

গাজার পরিস্থিতিকে নারকীয় উল্লেখ করে গেব্রেয়াসুস বলেন, ‘আমি মনে করি আপনারা সবাই দ্বি-রাষ্ট্র সমাধানের কথা বলেছেন। আশা করি সত্যিকারের সমাধানের মাধ্যমে এই যুদ্ধের অবসান হবে।’ 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ হামলায় এক হাজার ২০০ ইসরায়েলির মৃত্যু হয়। এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালানো শুরু করে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

আরও পড়ুন