Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নজরুল হক আর নেই

Main Image

বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা নজরুল হক


বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা নজরুল হক আর নেই। সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর মহাসচিব ডা. তারিক সুমন।  

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর আজীবন সদস্য ছিলেন সাইকিয়াট্রিস্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. নজরুল হক। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন চিকিৎসক নেতা ডা. তারিক সুমন।  

ব্রিগেডিয়ার ডা. নজরুল হক সিএমএইচ হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের আজীবন সদস্য।

মরহুমের প্রথম জানাজা নামাজ আজ সোমবার বাদ জোহর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব তাঁর বাসস্থান উত্তরাতে ২য় জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ১১টায় বনানী কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হবে ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. নজরুল হককে।

আরও পড়ুন