Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


ইউনাইটেডে আয়ানের মৃত্যু: হাইকোর্টের রায়ের অপেক্ষায় স্বাস্থ্যমন্ত্রী

Main Image

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিং করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন


রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে হাইকোর্টের রায়ের অপেক্ষায় আছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রোববার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ানের মৃত্যুর তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। এটি নিয়ে শুনানি আছে। যেহেতু বিষয়টি আদালতে রয়েছে, তাই এ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তাহলে আদালত অবমাননা হয়ে যাবে।

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্পর্কে মন্ত্রী বলেন, যে তদন্ত রিপোর্ট হয়েছে এবং হাইকোর্ট থেকে কী রায় দেয়, সেটা দেখি আগে। তারপর।

আরও পড়ুন