Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মির্জাপুরে বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান

Main Image

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোঃ ফরিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এবং স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহান।

অভিযানে তারা বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত মির্জাপুর চক্ষু হাসপাতালকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা, মির্জাপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০০০ (পাঁচ হাজার ) টাকা জরিমানা এবং সিয়াম ডিজিটাল ক্লিনিককে ১০০০০(দশ হাজার) টাকা জরিমানা এবং মৌখিকভাবে সতর্ক করেন। 

আরও পড়ুন