Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট

Main Image

আন্তর্জাতিক স্বীকৃতি পেলো কিডনি ফাউন্ডেশন


ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি (আইএসএন) সংস্থা যা বিশ্বের ১৫৬টি দেশের কিডনি চিকিৎসকদের নিয়ে গঠিত । ১৯৬০ সাল থেকে তারা সারা বিশ্বের বিভিন্ন দেশে কিডনি রোগে চিকিৎসার উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণার জন্য কাজ করে যাচ্ছে। মিরপুরে  অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রশিক্ষণকে আন্তর্জাতিক স্বীকৃতি দিলো সংস্থাটি।  

গত বৃহস্পতিবার (১৮  জানুয়ারি) তারা জানায়, বাংলাদেশে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা, শিক্ষা এবং গবেষণার জন্য কিডনি ফাউন্ডেশন যেসব প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে তা আন্তর্জাতিক মানের। এর ফলে বর্তমানে সারা পৃথিবীর কিডনি চিকিৎসার ১০টি রেফারেল সেন্টারের মধ্যে এটি একটি যা আন্তর্জাতিক মানের একটি সেন্টারে পরিণত হলো। সেই সাথে কিডনি ফাউন্ডেশনকে ‘সেরিয়ার অ্যাওয়ার্ড’বিজয়ী ঘোষণা করা হয় ।

 

 

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ তিনি জানান, বাংলাদেশে কিডনি রোগের চিকিৎসা ও গবেষণায় প্রায় অর্ধশত বছর ধরে অবদান রাখছি।  এই আন্তর্জাতিক স্বীকৃতিতে আমরা গর্বিত যাতে আরও নতুন উদ্যমে কাজ করার প্রেরণা যোগাবে।

তিনি আরো বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশনে একই সঙ্গে রয়েছে হাসপাতাল, ল্যাব, ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্টেশন, গবেষণা, প্রথিক্ষণ প্রভৃতি কার্যক্রম চালাচ্ছেন।

উল্লেখ্য, কিডনি রোগীদের উন্নত চিকিৎসা প্রদান, কিডনি সংযোজন ও ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, অর্গান আইন প্রণয়ণ, কিডনি রোগ প্রতিরোধে গবেষণা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ নানা বিষয়ে ভূমিকা রাখছে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিউট। এসবের স্বীকৃতি হিসেবে এর আগে প্রতিষ্ঠানটি পেয়েছে ‘আইএসএন পাইওনিয়ার অ্যাওয়ার্ড ২০১৭’। এরপর ভারতের অলাভজনক প্রতিষ্ঠান 'ওয়ার্ল্ড হেলথ এন্ড ওয়েলনেস এবং সিএইচআরও এশিয়া' যৌথভাবে প্রদান করে ‘হেলথকেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড'।

আরও পড়ুন