Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ পালন

Main Image

জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক সভা


জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ উপলক্ষ্যে ১৯ থেকে ২৫ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগে ৩০-৬০ বছর বয়সী মহিলাদের জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহের বিশেষ ভায়া এবং সিবিই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 

এদিকে, জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে ২১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার। 

সভায় আগত সকল রোগী এবং স্বজনদের জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সারের ব্যাপারে  অবহিত করা হয়। 

উল্লেখ্য, এরআগে মোংলাতে গত ৩ থেকে ৭ ডিসেম্বর বিশেষ ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষ এই ক্যাম্পে মোট ২২১৫ জনের জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার এর স্ক্রিনিং পরীক্ষা করা হয়।

আরও পড়ুন