Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিনের মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর শোক

Main Image

প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন


দেশের প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন আর নেই। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিনের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিনের মৃত্যুতে আমরা একজন উজ্জল নক্ষত্রকে হারালাম। তাঁর পরপারে চলে যাওয়াতে দেশের যে ক্ষতি হলো, তা পূরণ হবার নয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

উল্লেখ্য, ডা. মহসিন ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের সন্তান। পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরসরাইয়ের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আরও পড়ুন