Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


গোপালগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জরিমানা

Main Image

গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়


নানা অনিয়মের অভিযোগে গোপালগঞ্জে  শহরের ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অংকের জরিমানা করেন। অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইফুজ্জামান জুয়েল।

এর মধ্যে শহরের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, নিউ আনন্দলোক ডায়াগনস্টিকে ১০ হাজার, পদ্মা ডায়াগনস্টিকে ১০ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সেন্ট্রাল হাসপাতাল ফার্মেসিকে ১০ হাজার ও মিলন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

একইসাথে দোষী প্রতিষ্ঠানগুলোকে ৭ দিনের মধ্যে যাবতীয় নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান বিচারক।

আরও পড়ুন