Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিশেষজ্ঞ চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে রোগী দেখতেন নার্স ফারুক

Main Image

নীলফামারীতে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম-পদবি ব্যবহার করে রোগী দেখতেন নার্স ফারুক


ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. রবিউল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে নীলফামারীতে রোগী দেখতেন নার্স ফারুক হোসেন। 

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে নীলফামারী পৌর শহরের মাধার মোড় এলাকার মদিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন। এ সময় ওই ডায়াগনস্টিক সেন্টারটি এক মাসের জন্য সীলগালা করা হয়।

নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. রবিউল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে প্রাইভেট চেম্বার করার সত্যতা পেলে অভিযুক্ত ফারুক হোসেনকে ভ্রামমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সাজা দিয়েছেন। সাজা পাওয়া ভুয়া চিকিৎসক ফারুক হোসেন রংপুর মেডিকেল কলেজে সরকারি নার্স হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন