Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৯ মার্চ

Main Image

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)


৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ মার্চ দেশের বিভাগীয় শহরগুলোতে এই পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

৪৬তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ২৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে পিএসসি।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। আবেদন শেষ হওয়ার পরে ৭২ ঘণ্টা টাকা জমা দেয়া যায়। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আরও পড়ুন