Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


ঢাকা মেডিকেলে ফের এফওএল মেশিন চালু

Main Image

ঢাকা মেডিকেলের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি এফওএল মেশিন উদ্বোধন করেন


দীর্ঘদিন মেশিন নষ্ট থাকার পর ঢাকা মেডিকেল কলেজ নাক কান গলা (ইএনটি) বিভাগে আবারো এফওএল (FOL) পরীক্ষা ফের চালু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি এফওএল মেশিন উদ্বোধন করেন। 

এফওএল মেশিন চালু করার পাশাপাশি এন্ডোসকপি মেশিনও সংযোজন করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ঢাকা মেডিকেলে আগত রোগীরা এই ব্যয়বহুল পরীক্ষা মাত্র ৫০০ টাকায় সম্পন্ন  করতে পারবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, এফওএল মেশিন দ্বারা স্বরনালীর আশেপাশের ক্যান্সারসহ অন্য যে কোন নির্ণয় করা হয়ে থাকে। 

আরও পড়ুন