Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় পিঠা উৎসব অনুষ্ঠিত

Main Image

ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে হাসপাতালের সকল কনসালটেন্ট ডাক্তারদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত


ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনার উদ্যোগে হাসপাতালের সকল কনসালটেন্ট ডাক্তারদের নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ জানুয়ারি) আয়োজিত পিঠা উৎসব পরিচালনা করেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এ.এস.এম মামুন শাহীন।

উৎসবে উপস্থিত ছিলেন অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মোস্তফা, ডা. মো. গোলাম মোস্তফা, সার্জারি বিভাগের প্রফেসর ডা.  সৈয়দ মোজাম্মেল হোসেন, ডা. মোহাম্মদ শওকত আলী, ডা. মো. মহিউদ্দিন, ডা. অনিরুদ্ধ সরদার, প্লাস্টিক ও সার্জারি বিভাগের ডা. তরিকুল ইসলাম, শিশু সার্জারি বিভাগের প্রফেসর ডা. মিজানুর রহমান, গাইনী বিভাগের ডা. নুরজাহান আক্তার, ডা. কানিজ ফাতেমা পাপড়ি, মেডিসিন বিভাগের ডা. নজরুল ইসলাম , মেজর ডা. মাহবুবুর রহমান, ডা. কামরুন নাহার কনা, কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডা. কামরুল হক, ডা. জাহিদুর রহমান, ডা. কাজী শামীম পারভেজ প্রিন্স, নিউরো মেডিসিন বিভাগের ডা. সাইদুর রহমান শেখ, চেস্ট ও মেডিসিন বিভাগের ডা. জীবন নেছা, নিউরো সার্জারি বিভাগের ডা.  হাসানুজ্জামান, চর্ম ও যৌন বিভাগের ডা. এম এ সামাদ, ডা. শিরিন আক্তার, ইউরোলজি বিভাগের ডা. এ এস এম হুমায়ুন কবির অপু, শিশু বিভাগের প্রফেসর ডা. এ কে এম মামুনুর রশিদ, ডা. মো. কবিরুল ইসলাম, নাক কান গলা বিভাগের ডা. মাহমুদুল হক, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, ডা. আব্দুল্লাহ আল মামুন, থাইরয়েড ও হরমোন বিভাগের ডা. এ এইচ এম সাদিকুল ইসলাম, চক্ষু বিভাগের ডা. জিএম আবু জাফর, আল্ট্রাসোনো বিভাগের ডা. সাদিকা পারভীন, ডা. বিশ্বজিৎ বাইন, ডা. কানিজ ফাহমিদা, এক্সরে ও সিটি স্ক্যান বিভাগের ডা. আইস লক্ষণ কুমার, প্যাথলজি বিভাগের ডা. মোক্তার হোসেন, ডা. মাহবুবুর রোশেদ, এনেস্থেশিয়া বিভাগের ডা. সাইফুল ইসলাম, ডা. নুরজাহান কবিতাসহ অনেকে।

পিঠা উৎসবে হাসপাতালের সুপারিনটেনডেন্ট সকল ডাক্তারদের সাথে শীতের উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

আরও পড়ুন