Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের

Main Image

‘জরায়ুমুখের ক্যান্সার সচেতন মাস’ উপলক্ষে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগ আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞরা


জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে যথাসময়ে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ‘জরায়ুমুখের ক্যান্সার সচেতন মাস’ উপলক্ষে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগ আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞরা এ অভিমত প্রকাশ করেন।

‘জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিনের ভূমিকা’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনারে বক্তারা আরও বলেন, দেশে এখন এই ক্যান্সার প্রতিরোধে ‘প্যাপিলভ্যাক্স’ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। এ কারণে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা তৈরিসহ দ্রুততম সময়ে ভ্যাকসিন নেয়ার জন্য কিশোরী ও নারীদের উদ্ধুব্ধ ও অনুপ্রাণিত করতে সকলকে পরামর্শ তারা।

সেমিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। মিডিয়া পার্টনার হিসেবে আছে ডক্টর টিভি। সেমিনারটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ডক্টর টিভির ইউটিউব ও ফেসবুক পেইজে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার খান এমপি। সভাপতিত্ব করছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেহেরিন এফ সিদ্দিকা। 

আরও পড়ুন