Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বারডেম হাসপাতালের নতুন পরিচালক ব্রি. জে. (অব.) ডা. নাসির উদ্দিন

Main Image

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ


রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ। গত ১১ জানুয়ারি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

২০১৫ সালের ১ নভেম্বর মমেক হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেন নাসির উদ্দিন আহমদ। ২০২০ সালের ১৬ জুলাই পর্যন্ত মমেক হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেন। এরপর ৩০ জুলাই সরকারি চাকরি থেকে অবসরে যান। এর ৩ বছর ৫ মাস পর বারডেম জেনারেল হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দেন তিনি।

পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় মমেক হাসপাতালের সেবায় অভাবনীয় পরিবর্তন আনতে সক্ষম হন।

আরও পড়ুন