Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


শীতে শিশুদের খুব সাবধানে রাখতে হবে: বিএসএমএমইউ ভিসি

Main Image

রাজধানীর ধানমন্ডি সোবাহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে প্রবীণ অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিরতণ


তীব্র শীতে শিশুদের খুব সাবধানে রাখার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শনিবার সকাল ১০টায় (১৩ জানুয়ারি) ধানমন্ডি সোবাহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে প্রবীণ অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিরতণকালে তিনি এ পরামর্শ দেন। 

বিএসএমএমইউর ভিসি বলেন, গত কয়েক দিনে দেশের তাপামাত্রা অনেক কমেছে। এর ফলে দেশে শীতজনিত রোগ কাশি, জ্বর , নিউমোনিয়া প্রার্দভাব দেখা দিয়েছে। শীতজনিত রোগে বেশী আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। রোগ প্রতিরোধে শিশুদের খুব সাবধানে রাখতে হবে। যতটা পারা যায় সকল বয়সের মানুষকে ঘরে থাকতে হবে। ঘরের বাইরে গেলে যথাযথ পোষাক পরিধান করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফজলুল হক।

আরও পড়ুন