Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নতুন স্বাস্থ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাল স্বাস্থ্য বিভাগ

Main Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা জানানো হয়


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে নতুন স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত হন স্বাস্থ্য বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা। 

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে শুভেচ্ছা জানান। 

উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন নতুন সরকারের নবগঠিত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে তিনিসহ নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন