Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নবনির্বাচিত ১২ চিকিৎসক এমপিকে স্বাচিপের অভিনন্দন

Main Image

নবনির্বাচিত ১২ জন চিকিৎসক এমপি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত ১২ চিকিৎসককে আন্তরিক অভিনন্দন, বিজয়ের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। সোমবার (৮ জানুয়ারি) রাতে নবনির্বাচিত এমপিদের শুভেচ্ছা জানান স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

বিজয়ী গর্বিত ১২ চিকিৎসক হলেন-

১) অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা ৩)

২) অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (কুমিল্লা ৭)

৩) ডা. দিপু মনি (চাঁদপুর ৩)

৪) অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ ৩)

৫) ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নাটোর ৪)

৬) ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ (নরসিংদী ২)

৭) ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন (যশোর ২)

৮) ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগন্জ ১)

৯) ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি (কিশোরগঞ্জ ১)

১০) ডা. মোস্তফা আলম নান্নু (বগুড়া ৭)

১১) ডা. হামিদুল হক খন্দকার (কুড়িগ্রাম ২)

১২) ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (মেহেরপুর ২)

আরও পড়ুন