অধ্যাপক ডা মো. আব্দুল আজিজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এমপি হিসেবে জয়ী হয়েছেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা মো. আব্দুল আজিজ।
মোট ১৫৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আব্দুল আজিজ নৌকা প্রতীকে ভোট ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলোচিত স্বতন্ত্র ঈগল প্রতীকের সাকোয়াত হোসেন সুইট পেয়েছেন ৪৪ হাজার ৭০৪ ভোট।
রোববার (৭ জানুয়ারী) সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।
এরআগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ১৯৬৩ সালের এপ্রিল মাসে ২৩ তারিখে জন্মগ্রহন করেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাকড়শোন গ্রামে। পিতা মরহুম জহির উদ্দিন প্রামানিক এবং মাতা মোছা. রমিচা বেগম। তিন ভাই এবং দুই বোনের মধ্যে ডা. মো. আব্দুল আজিজ বড়।
তিনি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এই প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ। পাশাপাশি তিনি পেশাজীবি সংগঠন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন