Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


সংসদ নির্বাচনকে ঘিরে চারদিন বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

Main Image

হাসপাতালের বিছানা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শনিবার থেকে বুধবার পর্যন্ত টানা চারদিন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে স্বাস্থ্য সেবা চালু রাখার পাশাপাশি ‘যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি’ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালককের স্বাক্ষরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। সেখানে বলা হয়েছে, শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ মালেকের সভাপতিত্ব অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

চিঠির ভাষ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এরপর যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় শনিবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। যে কোনো রোগীকে সরকারি হাসপাতালে রেফার করার ক্ষেত্রে রোগীকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দিয়ে, সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে হবে।

আরও পড়ুন