Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


অধ্যাপক ডা. আব্দুস সোবহানের শোকসভা ও দোয়া মাহফিল ১০ জানুয়ারি

Main Image

মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহান


সদ্যপ্রয়াত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি (বুধবার)। শুক্রবার (৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) জেনারেল সেক্রেটারি ডা. তারিকুল আলম সুমন।

তিনি জানান, আমাদের সকলের শিক্ষক প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা.আব্দুস সোবহান স্যারের স্মরণে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগ আগামী ১০ই জানুয়ারি (বুধবার) দুপুর ১২টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলকে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। 

উল্লেখ্য, অধ্যাপক ডা. আব্দুস সোবহান বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় ভেন্টিলেটরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল শনিবার বাদজোহর ঢাকার বনানী জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। 

কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের প্রাক্তন সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক।

অধ্যাপক ডা. আব্দুস সোবহান ১৯৪৯ সালে সিরাজগঞ্জের কুড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০১০ সালে সরকারি চাকুরি থেকে অবসরগ্রহণ করেন এই কৃতি মনোরোগ বিশেষজ্ঞ। 

আরও পড়ুন