Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চিকিৎসক, নার্সকে রোগীদের সাথে হাসিমুখে ভালো ব্যবহার করতে হবে : ভিসি

Main Image

বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলায় ভেন্ডিং মেশিন ও সি ব্লক সংলগ্ন বিশুদ্ধ পানির মেশিন উদ্বোধন


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা সেবা নিয়ে রোগীরা অনেক খুশি। অতীতে যারা সমালোচনা করতো, তারাও এখন প্রশংসা করেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলায় ভেন্ডিং মেশিন ও সি ব্লক সংলগ্ন বিশুদ্ধ পানির মেশিন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

চিকিৎসক, নার্স সবাইকেই রোগীদের সাথে ভালো ব্যবহার ও হাসি মুখে কথা বলার আহ্বান জানিয়ে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও রোগীদের সুযোগ-সুবিধা নিশ্চিতসহ জনস্বার্থে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান প্রশাসন। এই হাসপাতালের উপর দেশের মানুষের বিশেষ করে রোগীদের আস্থা রয়েছে। এখানে আসা রোগীরা যেনো উন্নত চিকিৎসা সেবা পায়। রোগীরা যেনো সুস্থ হয়ে হাসিমুখে তাদের বাড়ি ফিরে যায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালকদার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, হল প্রেভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. মো. রেজাউর রহমান, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রি. জে. ডা. মো. আব্দুল্লাহ আল হারুনসহ অনেকে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে যেসকল রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করবেন, তারা যেনো পরবর্তীতে এখান থেকেই চিকিৎসা সেবা নেন, ভবিষ্যতে চিকিৎসার জন্য অন্য কোথাও না যান।

সুপার স্পেশালাইজড হাসপাতালে সার্বক্ষণিক উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দিয়ে ভিসি বলেন, রাত ২টায় কেউ অসুস্থ হলেও যেনো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 

আরও পড়ুন