Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে আন্তঃবিভাগের সভা অনুষ্ঠিত

Main Image

চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে আন্তঃবিভাগীয় সভা অনুষ্ঠিত


সেবার মান উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে আন্তঃবিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) হাসপাতালের তাহের মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সেক্রেটারি। 

সভায় অংশ নেন সহকারী পরিচালক ইনসাফি হান্না, সেবা তত্ত্বাবধায়ক অপর্না রায়, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, সুপারভাইজার, অপথাল্মেটিক্স, প্যারামেডিক, জুনিয়র নার্স, এইড নার্স।

আলোচনার শুরুতে উপস্থিত নার্স ও প্যারামেডিকরা আন্তঃবিভাগের রোগী ভর্তি থেকে শুরু করে অপারেশনের আগে এবং পরে ক্রমান্বয়ে সেবার প্রক্রিয়াগুলো তুলে ধরেন।

এ সময় হাসপাতালের সেক্রেটারি সেবার মান উন্নয়ন, আন্তবিভাগের শৃংখলতা বজায়, রোগীর স্বজনদের হয়রানি কমানো এবং রোগীদের সেবায় ত্রুটি এড়াতে মিটিংয়ে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নির্দিষ্ট দিকনির্দেশনা দেন। যা ধাপে ধাপে অনুসরণের মাধ্যমে ফলপ্রসূ এবং সুশৃঙ্খল সেবা প্রদানের পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন