Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নর্থ-ইস্ট মেডিকেলের ছাত্র-শিক্ষক

Main Image

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অর্থায়নে কম্বল এবং শীতের কাপড় বিতরণ


মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- এই শ্লোগানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অর্থায়নে কম্বল এবং শীতের কাপড় বিতরণ করা হয়েছে। 

নতুন বছরের শুরুতে প্রতিবারের ন্যায় এবারো সমাজের অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করেন তারা।  

প্রতিবছর ‘জীবন’ ৩ ধাপে শীতের কাপড় বিতরণ করে থাকে। প্রথম ধাপে মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের, ২য় ধাপে রাতের বেলা শহরে কিংবা শহরের আশে পাশের ভাসমান শীতার্ত মানুষদের এবং ৩য় ধাপে সিলেটের কিছু এতিমখানা/এলাকায় শীতবস্ত্র বিতরণ করে থাকে সংগঠনটি।

বুধবার (৩ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর গভর্ণিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আফজল মিয়া, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম এ কাইয়ুম, কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আব্দুল খালিক বড় ভূইয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, অবস ও গাইনী বিভাগের অধ্যাপক ডা. ফরহাত মহল, ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, ডিরেক্টর পাবলিক রিলেশন মো. আবু আহমেদ সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. মো. ফাহমিদুর রহমানসহ জীবনের দায়িত্বশীল নেতারা। 

আরও পড়ুন