Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যের অতিরিক্ত সচিব

Main Image

গাজীপুরের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুর রহমান


গাজীপুরের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি ও স্বাস্থ্য সেবা বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুর রহমান। 

শনিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পরিদর্শনে যান তিনি। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইদুর রহমান। 

পরিদর্শকদের মধ্যে আরও ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব মোহাম্মাদ মামুনুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (টিবিএল এন্ড এএসপি) ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামানসহ অনেকে। 

স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শক দলকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুর-এ-এলাহী। পরে তিনি পরিদর্শক দলকে হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখান। 

আরও পড়ুন