Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


১৫শ’ তম কিডনি প্রতিস্থাপন করলেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম

Main Image

বিশিষ্ট কিডনিরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম


১৫শ’ তম কিডনি প্রতিস্থাপনের অনন্য রেকর্ড করলেন বিশিষ্ট কিডনিরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) রাত ১১টার পর মাদারীপুরের বাসিন্দা ২৭ বছর বয়সি মো. শহিদুল ইসলামের দেহে কিডনী প্রতিস্থাপনের মধ্যদিয়ে এই অনন্য রেকর্ড গড়েন স্বাধীনতা পদকপ্রাপ্ত এই চিকিৎসক। এবারের রোগী শহিদুলকে কিডনি দিয়েছেন তার বাবা মো. তারা মিয়া আকন। সিকেডি হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। 

এর আগে এক হাজার কিডনি প্রতিস্থাপন করতে অধ্যাপক ডা. কামরুল ইসলামের সময় লেগেছিল ১৪ বছর। এরপর নতুন করে ৫০০ কিডনি প্রতিস্থাপনে তার সময় লেগেছে মাত্র ২৬ মাস। সিকেডি হাসপাতালে বিগত ১৬ বছর ধরে বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করে আসছেন মানবিক এই চিকিৎসক। কিডনি প্রতিস্থাপনে তাঁর সফলতার হার ৯৫ শতাংশের বেশি।

উল্লেখ্য, কিডনি প্রতিস্থাপনের জন্য ব্যক্তিগত পারিশ্রমিক নেন না মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম। এমনকি প্রতিস্থাপন পরবর্তী ফলোআপ ও পরীক্ষা-নিরীক্ষার জন্যও রোগীর কাছে নেন না কোনো ফি নেন না।

কিডনী বিষয়ে বিশেষায়িত হাসপাতাল হিসাবে ২০১৪ সালের জানুয়ারি মাসে সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের যাত্রা শুরু। এখানে নেফ্রলোজী ও ইউরোলজী চিকিৎসার পাশাপাশি কিডনী বিকল রোগীদের জন্য অত্যন্ত সাশ্রয়ী খরচে ডায়ালাইসিস ও ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা হয়ে থাকে।

শুরুতে জমানো টাকায় গাড়ি না কিনে, সিকেডি হাসপাতালের জন্য কিনেছিলেন ডায়ালাইসিস মেশিন। এরপর কোন পারিশ্রমিক ছাড়াই শুরু করেন কিডনি প্রতিস্থাপন। রোগীদের মাত্রাতিরিক্ত চাপের কারণে এখন সপ্তাহে ৫টি কিডনি প্রতিস্থাপন করে থাকেন তিনি।


বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো কিনডি প্রতিস্থাপন হয়েছে তার এক তৃতীয়াংশ-ই ডা. কামরুল ইসলামের হাত ধরে। প্রতিস্থাপনের সংখ্যা বাড়াতে আগামীতে ক্যাডাভারিক বা ব্রেইন ডেথ রোগীর শরীর থেকে কিডনি নিয়ে তা প্রতিস্থাপনের কথা ভাবছেন এই মানবিক চিকিৎসক।

প্রসঙ্গত: ডা. কামরুল ইসলামের হাতে গড়া সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালে কর্মীর সংখ্যা সাড়ে তিনশ এর অধিক। সকলেই পান তিন বেলা খাবার। 

আরও পড়ুন