Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন চালু

Main Image

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগীতায় রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব সংযোজিত অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন


স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগীতায় রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব সংযোজিত অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন চালু করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) এটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান বাপ্পি, রংপুরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ ও মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন