Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


রামেক হাসপাতালে নতুন ৩টি স্থাপনা উদ্বোধন

Main Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নবনির্মিত ৩টি স্থাপনা উদ্বোধন


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নবনির্মিত ৩টি স্থাপনা উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) এ সব স্থাপনা উদ্বোধন করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ।

স্থাপনা ৩টি হলো- ইনফার্টিলিটি এবং ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) সেন্টার, জরুরী বিভাগের টিকেট কাউন্টার কমপ্লেক্স এবং হাসপাতালে আগত রোগী ও রোগীর পরিচর্যাকারীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য জরুরী বিভাগ সম্মুখে নির্মিত ডা. মো. আব্দুল হান্নান স্মৃতি অপেক্ষাগার। উদ্বোধনকালে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। 

এদিকে, রামেক হাসপাতালে নবনির্মিত ইনফার্টিলিটি এবং ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) সেন্টারের মাধ্যমে রাজশাহী তথা উত্তরবঙ্গের মানুষের বন্ধ্যাত্ব চিকিৎসার নতুন দ্বার উন্মোচিত হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন