Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী

Main Image

মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী


আগামী বছরের ৯ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১ জানুয়ারি থেকে দেশি শিক্ষার্থী এবং ৪ জানুয়ারি থেকে বিদেশি নাগরিকদের আবেদন শুরু হবে। অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেয়া যাবে ২৪ জানুয়ারির মধ্যে। রোল নম্বর ও সিট প্রদান সম্পন্ন হবে ২৬ জানুয়ারির মধ্যে। প্রবেশপত্র বিতরণ শেষ হবে ৫ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি আসনবণ্টন এবং ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে। যেটা আগেও ছিল। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।

জাহিদ মালেক আরও বলেন, মেডিকেল কলেজের ভর্তিপরীক্ষায় প্রশ্নফাঁস হওয়ার সুযোগ নেই। গত পাঁচ বছরে মেডিকেল পরীক্ষার বিষয়ে কারও কোনো অভিযোগ ছিল না। প্রশ্নফাঁস নিয়ন্ত্রণে সবকিছু ডিজিটাল ও অত্যাধুনিক করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। 

আরও পড়ুন