Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক

Main Image

মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী


মহান মুক্তিযুদ্ধে পাক-বাহিনী এবং আলবদর বাহিনীর হাতে নিহত হন ৮০ জন মেধাবী চিকিৎসক। মুক্তিযুদ্ধ বিষয়ক চিকিৎসক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ একটি প্রবন্ধে লিখেছেন, চিকিৎসকরা বুদ্ধিজীবী সমাজের অগ্রবর্তী প্রতিনিধি। শহীদ বুদ্ধিজীবীদের একটা বড় অংশ চিকিৎসক। মুক্তিযুদ্ধের বুদ্ধিবৃত্তিক চেতনা সংগঠনে-বিকাশে, আহত-অনাহত মুক্তিযোদ্ধাদের প্রাণান্তকর শুশ্রূষায়, সামাজিক উদ্বুদ্ধকরণে, কয়েকটি ক্ষেত্রে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে চিকিৎসক সমাজ তথা শহীদ চিকিৎসকদের অনেকেই উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

তিনি আরও লিখেছেন, শহীদ চিকিৎসকদের জীবনবৃত্তান্ত পর্যালোচনা করলে দেখা যায় যে, নিজ নিজ পেশায় দক্ষতার পাশাপাশি তারা সামাজিক-সাংস্কৃতিক-সাংগঠনিক প্রেক্ষাপটেও উজ্জ্বল ছিলেন।

নিচে শহীদ চিকিৎসকদের নামের তালিকা দেয়া হলো:

১. ডা. ফজলে রাব্বী

২. ডা. আব্দুল আলীম চৌধুরী

৩. ডা. সামসুউদ্দিন আহমেদ

৪. ডা. আজহারুল হক

৫. ডা. হুমায়ূন কবির

৬. ডা. সোলায়মান খান

৭. ডা. মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী

৮. ডা. কসির উদ্দিন তালুকদার

৯. ডা. মনসুর আলী

১০. ডা. গোলাম মর্তুজা

১১. ডা. হাফেজ উদ্দিন খান

১২. ডা. জাহাংগীর

১৩. ডা. এ জব্বার

১৪. ডা. শ্যামল কান্তি লালা

১৫. ডা. হেম চন্দ্র বসাক

১৬. ডা. কাজী ওবায়দুল হক

১৭. ডা. নরেন ঘোষ

১৮. ডা. আলহাজ্ব মমতাজ উদ্দিন

১৯. ডা. জিকরুল হক

২০. ডা. হাসিময় হাজরা

২১. ডা. সামছুল হক

২২. ডা. মফিজ উদ্দিন খান

২৩. ডা. এস রহমান

২৪. ডা. অমূ্ল্য চন্দ্র চক্রবর্তী

২৫. ডা. এ গফুর

২৬. ডা. আতিকুর রহমান

২৭. ডা. মনসুর আলী

২৮. ডা. গোলাম সরওয়ার

২৯. ডা. রমনী দাস

৩০. ডা. আর সি দাস

৩১. ডা. এস কে সেন

৩২. ডা. রবিউল হক

৩৩. ডা. এ কে এম গোলাম মোস্তফা

৩৪. ডা. মিহির কুমার সেন

৩৫. ডা. মকবুল আহমেদ

৩৬. ডা. সালেহ আহমেদ

৩৭. ডা. এনামুল হক

৩৮. ডা. অনিল কুমার সেন

৩৯. ডা. মনসুর (কানু)

৪০. ডা. সুশীল চন্দ্র শর্মা

৪১. ডা. আশরাফ আলী তালুকদার

৪২. ডা. কাজল ভদ্র

৪৩. ডা. মো. বজলুল হক

৪৪. ডা. লেঃ এ এফ এম ফারুক

৪৫. ডা. লেঃ কঃ জিয়াউর রহমান

৪৬. ডা. লেঃ কঃ বদিউল আলম

৪৭. ডা. লেঃ কঃ জাহাংগীর

৪৮. ডা. লেঃ কঃ সৈয়দ আব্দুল হাই

৪৯. ডা. মেজর আসাদুল হক

৫০. ডা. মেজর রিয়াজুর রহমান

৫১. ডা. মেজর মুজিবুদ্দিন আহমেদ

৫২. ডা. মেজর নাইমুল ইসলাম

৫৩. ডা. লেঃ নুরুল ইসলাম

৫৪. ডা. লেঃ এনামুল হক

৫৫. ডা. মনসুর রহমান

৫৬. ডা. গোপাল চন্দ্র সাহা

৫৭. ডা. নরেন্দ্র নাথ দত্ত

৫৮. ডা. এ বি এম নুরুল আলম

৫৯. ডা. এ মুক্তাদির

৬০. ডা. রেবতী কান্ত সান্যাল

৬১. ডা. ক্ষিতিশ চন্দ্র দে

৬২. ডা. এ রহমান

৬৩. ডা. নওসের আলী

৬৪. ডা. সাইদ মোহিত ইমাম

৬৫. ডা. মেজর আমিনুল ইসলাম

৬৬. ডা. লেঃ কঃ বি এ চৌধুরী

৬৭. ডা. লেঃ কঃ আমিনুল হক

৬৮. ডা লেঃ খন্দকার নুরুল ইসলাম

৬৯. ডা. রফিক আহমেদ

৭০. ডা. অমলেন্দু দাক্ষী

৭১. ডা. আব্দুন নূ্র

৭২. ডা. আব্দুল মান্নান মোল্লা

৭৩. ডা. কোরবান আলী

৭৪. ডা. দিগেন্দ্র চন্দ্র এন্দ

৭৫. ডা. নিশি হরি নাগ

৭৬. ডা. ম আলমগীর মিঞা

৭৭. ডা. মনোরঞ্জন জোয়ার্দার

৭৮. ডা. মতিয়ূর রহমান

৭৯. ডা. শফী

৮০. ডা. ম শাখাওয়াৎ হোসেন

৮১. ডা. ম শামসাদ আলী

৮২. ডা. মাহতাব উদ্দিন আহমেদ

৮৩. ডা. মোজাম্মেল হক

৮৪. ডা. শাহ আব্দুল আজিজ

৮৫. ডা. শাহ আমিন হোসেন

৮৬. ডা. সুজাউদ্দীন আহমেদ

৮৭. ডা. হাসিবুর রহমান

৮৮. ডা. হেমন্ত। 

আরও পড়ুন