Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বিভাগীয় পরিচালকের শুভেচ্ছা পেলেন বরুড়ার ইউএইচএফপিও

Main Image

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ সিস্টেম স্ট্রেন্থেনিং (HSS) স্কোরে জাতীয় পর্যায়ে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় হওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ সিস্টেম স্ট্রেন্থেনিং (HSS) স্কোরে জাতীয় পর্যায়ে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় হওয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন।


বুধবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শুভেচ্ছা জানান তিনি।  


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নাছিমা আকতার। 


এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাজমুল আলম, কুমিল্লা জেলার ১৭টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সব উপজেলার মেডিকেল অফিসার (রোগ-নিয়ন্ত্রণ) সহ কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসাররা। 


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল ডক্টর টিভিকে জানান, এইচএসএস স্কোরে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এগিয়ে যাওয়ার পিছনে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন স্যারের সবচেয়ে বেশি অবদান রয়েছে। তাঁর অনুপ্রেরণা এবং সুস্পষ্ট দিক নির্দেশনায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অগ্রযাত্রা বলে জানান তিনি। 


এছাড়াও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক ডা.  মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর মতো একজন শুভানুধ্যায়ী এবং কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. নাছিমা আকতার স্যারের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং সার্বিক সহযোগিতায় সাফল্য ধরা দিয়েছে বলে জানান তিনি। 


ঊর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা পেয়ে অনেক মুগ্ধ হয়েছেন বলে জানান ডা. কামরুল হাসান সোহেল। 

আরও পড়ুন