Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ছয় হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

Main Image

কর্মরত চিকিৎসক


নতুন করে ছয় হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। 

এ সময় মন্ত্রী বলেন, এতদিন হাসপাতালগুলোতে আট ঘণ্টা সার্ভিস চলে আসছিল।সরকার তা ২৪ ঘণ্টায় উত্তীর্ণ করার উদ্যোগ নিয়েছে। এতে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়ার পাশাপাশি শিশু ও মাতৃমৃত্যু কমবে।

অহেতুক কেউ যাতে সি-সেকশন না করায় সেদিকে নজর দেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসার মান বাড়াতে হবে। নার্সের ঘাটতি আগের মতো না হলেও চিকিৎসকের ঘাটতি রয়েছে। এজন্য নতুন করে ছয় হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

আরও পড়ুন