Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


করোনার টিকা উৎপাদনে সক্ষম বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Main Image

কাতারের দোহা ফোরামে ‘ভ্যাকসিন ইনোভেশন অ্যান্ড গ্লোবাল হেলথ রেজিলেন্স: লেসন ফ্রম কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক প্যানেল আলোচনায় মন্ত্রী


করোনাভাইরাসের টিকা উৎপাদনে বাংলাদেশ সক্ষম বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (১১ ডিসেম্বর) কাতারের দোহা ফোরামে ‘ভ্যাকসিন ইনোভেশন অ্যান্ড গ্লোবাল হেলথ রেজিলেন্স: লেসন ফ্রম কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক প্যানেল আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। টিকা পাবলিক পণ্য হলে বাংলাদেশসহ অন্যান্য দেশও টিকা তৈরি করতে পারবে।

বাংলাদেশে টিকা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি দিতে আন্তর্জাতিক দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোমেন। তিনি বলেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকা বিতরণে কোনো বৈষম্য নেই। টিকা সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ। এমনকি প্রবাসী বাংলাদেশিরাও মাতৃভূমিতে টিকা পাঠাতে ভূমিকা রেখেছেন।

দোহা ফোরামে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

আরও পড়ুন