Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


১৭৫টি ভারতীয় হার্টের রিং উদ্ধার করেছে টাস্কফোর্স

Main Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টাস্কফোর্সের অভিযানে ‘প্রোটিয়া’ নামে ১৭৫ পিস ভারতীয় হার্টের রিং উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টাস্কফোর্সের অভিযানে ‘প্রোটিয়া’ নামে ১৭৫ পিস ভারতীয় হার্টের রিং উদ্ধার করা হয়েছে। পাইকারি বাজারে একেকটি হার্টের রিংয়ের দাম ১৫ হাজার টাকা বলে দাবি সংশ্লিষ্টদের। 


রোববার (১০ ডিসেম্বর) আখাউড়ার সীমান্তবর্তী পশ্চিম বাউতলা এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় সেখানকার ঈদগাহ মাঠের কাছ থেকে হার্টের রিংসহ উন্নতমানের ৩১৩টি ভারতীয় থ্রিপিস, ৮৩৮ পিস চশমা, ৭৪ পিস চশমার কাভার, সিলাভিট মাল্টিভি নামে একজাতীয় মাদক ১০৫০ পিস, ৩৬ পিস ভিটামিন সিরাপ উদ্ধার করা হয়। বাংলাদেশে এসব পণ্যের মূল্য অন্ততঃ ৫০ লাখ টাকার বেশি। অভিযানের সময় মালামালের মালিক ওই এলাকার রোকন উদ্দিনের ছেলে মো. মাহবুবুর রহমান (৪০) পালিয়ে যায়। স্থানীয়দের দাবি মাহবুব একজন চিহ্নিত চোরাকারবারি। 

অভিযানে নেতৃত্ব দেওয়া আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া মালামালের যেগুলো উপযুক্ত সেগুলো কাস্টমসে জমা দিয়ে নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি।   

আরও পড়ুন