Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইতালিতে হাসপাতালে আগুন, ৪টি লাশ উদ্ধার

Main Image

ইতালির তিভোলি শহরের একটি হাসপাতালে আগুন লেগে ৪ জনের মৃত্যু


ইতালির তিভোলি শহরের একটি হাসপাতালে আগুন লেগে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সান জিওভান্নি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সূত্র: রয়টার্স

অগ্নিকাণ্ডের পর উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে দুটি পুরুষের; অপর দুটি নারীর। তাদের সবার বয়স ৭৬ থেকে ৮৬ বছরের মধ্যে। আগুনে পুড়ে নাকি ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তারা মারা গেছেন- সে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি। 

ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালটিতে আগুন লাগে।

ফায়ার ব্রিগেডের সদস্যরা টার্নটেবিল মই ব্যবহার করে হাসপাতাল থেকে প্রায় ২০০ জনকে বের করে নিয়ে আসেন। যারমধ্যে এক গর্ভবতী নারী ও কয়েকটি শিশু ছিল।

হাসপাতাল থেকে যেসব রোগীকে জীবিত উদ্ধার করা রোগীদের পরবর্তীতে রোমের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়। 


ফায়ার ব্রিগেড তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে, হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। কীভাবে এ আগুনের সূত্রপাত হলো এখন সেটি নিরূপণ করা হচ্ছেও বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন