৭৭ জন জুনিয়র কনসালটেন্টকে বদলি/পদায়নের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি
জুনিয়র কনসালটেন্ট হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ৭৭ জন নতুন বিশেষজ্ঞকে দেশের বিভিন্ন হাসপাতাল/ইনস্টিটিউটে বদলি/পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নোক্ত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হল।
প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে কর্মকর্তাদেরকে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৮ ডিসেম্বর পূর্বাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহন করবেন। এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যাস্তকৃত বিভাগ/কর্মস্থলে মুভ ইন হবেন।
আরও পড়ুন