Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


পদোন্নতিপ্রাপ্ত ৬০ সহযোগী অধ্যাপককে বদলি/পদায়নের আদেশ

Main Image

পদোন্নতিপ্রাপ্ত ৬০ সহযোগী অধ্যাপককে বদলি/পদায়নের আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়


ইতোপূর্বে পদোন্নতির আদেশ পাওয়া ৬০ জন সহযোগী অধ্যাপকের যোগদানপত্র গ্রহণপূর্বক কর্মস্থলে বদলি/পদায়নের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ  আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণের যোগদানপত্র গ্রহণপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৬ ডিসেম্বর পূর্বাহ্নে স্ব স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন। পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন