Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


জাতীয় অধ্যাপক ডা. এ মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Main Image

জাতীয় অধ্যাপক ডা. এ মালিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে ডা. আব্দুল মালিকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শোকবার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।  

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক ডা. আব্দুল মালিক বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ ছিলেন। তিনি ছিলেন একাধারে সফল চিকিৎসক, খ্যাতনামা শিক্ষক এবং সমাজসেবক। মানবহিতৈষী কর্মকাণ্ডের জন্য তিনি নানাভাবে পুরস্কৃত এবং প্রশংসিত হয়েছেন। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ ছাড়াও প্রধানমন্ত্রী ডা. আব্দুল মালিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে ইন্তেকাল করেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

আরও পড়ুন