Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গাজার হাসপাতালে একের পর এক লাশ আসছে

Main Image

গাজার হাসপাতালে একের পর এক লাশ আসছে


অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সোমবার (৪ ডিসেম্বর) টানা চতুর্থদিনের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অনেক মানুষ নিহত হয়েছেন। সোমবার সকাল থেকেই একের পর এক লাশ আসছে হাসপাতালগুলোতে। সূত্র : আল-জাজিরা। 

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুর্স আলজাজিরাকে জানান, আমাদের হাসপাতালগুলো মরদেহে ভরে গেছে। নিহতদের ভিড়ে আহতদের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। আমাদের সব চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। 

বিদ্যুতের অভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে বলে জানান তিনি। 

আরও পড়ুন