গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা
গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শেষ হয়েছে। এর পরই গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে ১৮৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সূত্র: আল-জাজিরা
প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই গাজার খান ইউনুস এলাকায় ব্যাপক বোমা হমলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলায় গাজার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় সেখানের বাসিন্দারা ঘরের বাইরে চলে আসে।
গাজার স্বাস্থ্য কর্মীরা জনিয়েছেন, যুদ্ধবিরতির পর হামলায় ১৮৪ ফিলিস্তিনির মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে অন্তত ৫৮৯ জন। তাছাড়া ২০টি বাড়ি ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
আরও পড়ুন