Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


হৃদরোগের আধুনিক চিকিৎসা-বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

Main Image

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চলছে দুই দিনব্যাপী হৃদরোগের আধুনিক চিকিৎসা-বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন


ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চলছে দুই দিনব্যাপী হৃদরোগের আধুনিক চিকিৎসা-বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন। 

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালের মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।

স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক।

এ সময় তিনি বলেন, ২০০৬ সাল থেকে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব) আব্দুল মালিকের নেতৃত্বে হৃদরোগের ওপর আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এতে দেশের তরুণ চিকিৎসকরা উপকৃত হন।

সম্মেলনে এবারের সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, পোল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল ও ভারতের ২৪ জন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে ১৫০০’র বেশি চিকিৎসক ও নার্স অংশগ্রহণ করছেন। 

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সম্মেলন পূর্ববর্তী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইকো ও জটিল হৃদরোগের চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন