Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


পদোন্নতি পাওয়া ১১৩ জন সহকারী অধ্যাপককে বদলি/পদায়নের আদেশ

Main Image

পদোন্নতি পাওয়া ১১৩ জন সহকারী অধ্যাপককে বদলি/পদায়নের আদেশ


সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসককে বিভিন্ন কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৩০ অক্টোবর পদোন্নতির আদেশ পান তারা। 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণপূর্বক নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। 

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে অকুলোপ্লাস্টি বিভাগে ১ জন, অর্থপেডিক অনকোলজি এন্ড মাস্কুলোঙ্কেলেটাল টিউমার বিভাগে ৫ জন, অর্থোপ্লাস্টি বিভাগে ৪ জন, ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগে ৫ জন, ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগে ৬ জন, ইলিজারভ এন্ড ডিফরমেটি কারেকশন বিভাগে ২ জন, কর্ণিয়া বিভাগে ২ জন, কার্ডিয়াক ইলেকট্রফিজিওলজি বিভাগে ১ জন, ক্যাটার‌্যাক্ট বিভাগে ১ জন, নন-ইনভেসিভ কার্ডিওলজি বিভাগে ২জন, এন্ডোডন্টিক্স বিভাগে ৪ জন, গ্লুকোমা বিভাগে ১ জন, ক্যাজুয়্যালটি বিভাগে ৯ জন, নিউরো ট্রমা/নিউরো ট্রমা সার্জারি বিভাগে ৪ জন, পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারি বিভাগে ১১ জন, পেরিওডন্টোলজিতে ৫ জন, ভিট্রিও রেটিনা বিভাগে ১ জন, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটারিয়াল এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ২ জন, স্ট্রোক বিভাগে ৩ জন, স্পাইন সার্জারিতে ১৫ জন, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৭ জন, হ্যান্ড এন্ড মাইক্রো সার্জারিতে ৯ জন রয়েছেন। 

বদলি/পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ ডিসেম্বর থেকে বর্তমান কর্মস্থলে তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ডরিলিজ) মর্মে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন