Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থী নিহত

Main Image

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মেধাবী মেডিকেল শিক্ষার্থী তৌফিক আহম্মেদ শুভ


বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মেধাবী মেডিকেল শিক্ষার্থী তৌফিক আহম্মেদ শুভ। নিহত শুভ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের  এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী (৪৮তম ব্যাচ)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার মতিউর রহমানের সন্তান।


সোমবার রাত ৮টার দিকে বরিশাল নগরীর কাজীপাড়া সংলগ্ন সিঅ্যান্ডবি সড়কে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তাঁর মৃত্যু হয়। এতে আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।


দুর্ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাগুরা সদরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।


বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  


বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. ফয়জুল করিম সাংবাদিকদের বলেন, ঘটনার পর পরই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন