Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


অপারেশন থিয়েটারের বর্জ্যে নিজ প্রতিকৃতি বানালেন চিকিৎসক

Main Image

অপারেশন থিয়েটারে ব্যবহার করা বর্জ্য দীর্ঘদিন জমিয়ে নিজের প্রতিকৃতি বানিয়েছেন  জাতীয় হৃদরোগ ইনস্টিটিটউ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার


অপারেশন থিয়েটারে ব্যবহার করা বর্জ্য দীর্ঘদিন জমিয়ে নিজের প্রতিকৃতি বানিয়েছেন  জাতীয় হৃদরোগ ইনস্টিটিটউ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার।

প্রতিকৃতি বানাতে অপারেশন থিয়েটারে ব্যবহার করা সুই, শিথ, ক্যাথিটার, তার, বেলুন, রিং , পেস মেকার, হার্টের ধমনীতে শক্ত ক্যালসিয়াম ভাঙার ড্রিল মেশিন, আইভাস ও ওসিটি ক্যাথেটার কাজে লাগিয়েছেন ডা. প্রদীপ কুমার কর্মকার।

শনিবার (২৫ নভেম্বর) হাসপাতালটির ২০১ নম্বর রুমে স্থাপিত এই প্রতিকৃতির মোড়ক উম্মোচন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিটউ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

ডা. প্রদীপ কুমার কর্মকারের ভিন্নধর্মী এই কাজের প্রশংসা করেন হাসপাতাল পরিচালক।

তিনি বলেন, এতোদিন ডা. প্রদীপ কুমারকে আমরা চিনতাম স্বনামধন্য একজন চিকিৎসক হিসেবে। আজ আমরা তাঁর আরেকটি বিশেষ গুণের বিষয়ে অবহিত হতে সক্ষম হলাম। 

আরও পড়ুন