Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ওষুধ খাতে বিনিয়োগ বাড়াতে সম্মত বাংলাদেশ-উজবেকিস্তান

Main Image

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে তাসখন্দ ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটের রেক্টর প্রফেসর ড. রিজাইভ কামালের বৈঠক


স্বাস্থ্য ও ওষুধ খাতে গবেষণা ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনসম্পদ গড়ে তুলতে েএকযোগে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও উজবেকিস্তান। সোমবার (২০ নভেম্বর) উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে তাসখন্দ ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটের রেক্টর প্রফেসর ড. রিজাইভ কামালের বৈঠকে তারা পরস্পর এই আগ্রহ ব্যক্ত করেন। 

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশের ওষুধ শিল্পের অগ্রযাত্রা ও অর্জনের প্রতি আলোকপাত করেন। তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৯৮ শতাংশ মিটিয়ে বাংলাদেশের ওষুধ আজ বিশ্বের বহু দেশে রপ্তানি হচ্ছে। ওষুধ শিল্পের সাথে সংশ্লিষ্ট সবার যোগ্যতা, পরিশ্রম ও আন্তরিকতার পাশাপাশি তিনি উৎপাদিত ওষুধের গুণগত মান ও এ শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার এ সফলতার অন্যতম কারণ বলে আখ্যায়িত করেন। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ফার্মাসিস্টরা অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করছে উল্লেখ করে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফার্মেসি অধ্যয়ন ও গবেষণার বিষয়ে রেক্টর প্রফেসর কামালকে অবহিত করেন।

রেক্টর ড. কামাল তাসখন্দ ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পর্কে রাষ্ট্রদূতকে ধারণা দেন। তিনি দক্ষিণ এশিয়াসহ এশিয়ার যেসব দেশের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে তাদের সহযোগিতা বিদ্যমান রয়েছে তার ধরন, প্রকৃতি ও সুবিধাসহ তুলে ধরেন।

আগামীতে ফার্মেসি বিষয়ে ছাত্র শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি ওষুধ খাতে বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যকার বিরাজমান সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন